পরিবার ও সমাজে নৈতিকতা ফিরিয়ে আনতে নারীরা ভূমিকা রাখতে পারে

লোহাগাড়ায় শাহজাহান চৌধুরী

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ নভেম্বর, ২০২৫ at ৫:০৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ইসলামী সমাজব্যবস্থা কায়েম করতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। নারীরা যদি দাওয়াত ও ত্যাগের ময়দানে এগিয়ে আসে, তাহলে ইসলামী আন্দোলন আরও গতিশীল ও সফল হবে। ইসলামী সমাজ গঠনে নারীদের আত্মত্যাগ ও সচেতনতার বিকল্প নেই। আমাদের দেশের নারীদের মধ্যে ইসলামের শিক্ষার প্রসার ঘটাতে হবে। পরিবার ও সমাজে নৈতিকতা ফিরিয়ে আনতে নারীরাই প্রধান ভূমিকা রাখতে পারে। তাই ইসলামী মূল্যবোধে গড়ে উঠা নারীদেরকে দাওয়াতি কাজে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি। গতকাল সোমবার লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকায় স্থানীয় মহিলা জামায়াতের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চুনতি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সলিমুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুনতি হাকিমিয়া কামিল মাদ্‌রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, জহির উদ্দিন, মাস্টার মাহমুদুর রহমান, মাস্টার হামিদুল হোসাইন, ইউপি সদস্য এন্তেজার হোসেন ও জামায়াত নেতা রেজাউল হক হোসাইন প্রমুখ। মহিলা সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি শাহীন তাহের, খালেদা বেগম, জাহেদা বেগম, উম্মে রুম্মান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআর্তমানবতার সেবায় রোটারির ভূমিকা অনন্য
পরবর্তী নিবন্ধআমৃত্যু হাটহাজারীবাসীর পাশেই থাকবো ইনশাআল্লাহ