পরিবার ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের নির্বাচনি কর্মকর্তারা

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নির্বাচনি কর্মকর্তাদের অর্ধেকেরও বেশি তাদের নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইলেকশন অফিসিয়ালস এর প্রধান প্রোগ্রাম অফিসার। স্কাই নিউজকে এই নির্বাচনি কর্মকর্তা জানিয়েছেন, তাদের সুরক্ষা দেওয়ার জন্য ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

কর্মকর্তা ট্যামি প্যাট্রিক জানান, বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে প্রায় ৪০ শতাংশ নির্বাচনি কর্মকর্তা হুমকি পেয়েছেন অথবা গালাগালির শিকার হয়েছেন। ফলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্নাইপার মোতায়েন করা হয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে এবং বুলেট প্রুফ জ্যাকেট সরবরাহ করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনি কর্মকর্তাদের শুধু তাদের ও তাদের কর্মীদের রক্ষা করতেই এমন ব্যবস্থা নিতে হয় তা না, তাদের ব্যালটও রক্ষা করতে হয়। আমরা কেভলার ভেস্ট পরা থেকে শুরু করে গুলি প্রতিরোধী জ্যাকেট, সবকিছু নিয়েই কথা বলছি, বলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধশুক্রবার মুক্তি পাচ্ছে জামিল হোসেনের সিনেমা ‘রং ঢং’
পরবর্তী নিবন্ধঅবিবাহিতদের বিষণ্নতার ঝুঁকি বেশি : গবেষণা