পরিবারের সবাই থাকেন শহরে, গ্রামের বাড়িতে চুরি

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৫:৫৭ পূর্বাহ্ণ

পরিবারের সবাই শহরের থাকার সুবাদে বোয়ালখালীতে একটি ঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাদল মেম্বারের বাড়ির মিন্টু ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিন্টু ঘোষ বোয়ালখালী থানায় একজনের নাম উল্লেখ করে আরো চারপাঁচজন অজ্ঞাতনামা দিয়ে অভিযোগ দায়ের করেছেন।

মিন্টু ঘোষ বলেন, আমরা পরিবারসহ শহরে থাকি। কোনো প্রয়োজন বা অনুষ্ঠানকে ঘিরে গ্রামের বাড়িতে আসা হয়। গত ৬ নভেম্বর সকাল সাড়ে ১১টায় বাড়িতে আসলে দেখা যায় ঘরের সব চুরি হয়ে গেছে। ঘরের দরজা খোলা অবস্থায় ছিল। এসময় একই এলাকার মোহাম্মদ তসলিমের ছেলে মো. আবিদ ঘরের ভিতর শুয়ে ছিল। আমাকে দেখে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় এবং ঘরের ভিতর সব কিছু এলোমেলো অবস্থায় দেখতে পাই। আমি ধারণা করছি পরিবারের কেউ বাড়িতে না থাকার সুযোগে আবিদসহ আরো কয়েকজন ব্যক্তি মিলে ঘরের পিছন দিয়ে কাঠের দরজা ও জানালা ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তিনি আরো বলেন, আমি গিয়ে দেখতে পাই আলমিরার তালা ভেঙে দুটি কম্বল, স্টিলের আসন, স্টিলের থালাবাসন, সিলভারের প্রয়োজনীয় থালাবাসন, তিনটি ফ্যান ও পানির একটি মোটর এবং ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এ ঘটনার কয়েক মাস আগেও আমার বসতবাড়ি থেকে পানি নিষ্কাশনের পাইপ চুরি হয়ে যায়।

এর আগে গত অক্টোবর মাসে একই এলাকার মো. আবদুর রাজ্জাকের ঘরে চুরি হয়। গত ১ অক্টোবর পরিবার নিয়ে তিনি বেড়াতে গেলে ৪ অক্টোবরে এসে দেখেন ঘরের সব চুরি হয়ে গেছে। এসময় আলমিরা ভেঙে ৩০ হাজার টাকা ও একটি ল্যাপটপসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যায়। গত ৫ অক্টোবর আবদুর রাজ্জাক বোয়ালখালীতে দায়িত্বরত সেনাবাহিনীর মেজর বরাবর কয়েকজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধবিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, জনগণের মার্কা ধানের শীষ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত