পরিবারের তিন সদস্যসহ করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। বৃহস্পতিবার (২৩ জুন) রাতে নমুনা পরীক্ষার ফলাফলে তাদের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে সিভিল সার্জনও পরিবারসহ করোনায় আক্রান্তের বিষয়টি জানান। সিভিল সার্জন ছাড়াও পরিবারে করোনায় আক্রান্তদের মধ্যে আছেন সিভিল সার্জনের স্ত্রী তাবাসসুম সুলতানা ও তার ছেলে এবং এক গৃহকর্মী।
স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘সিভিল সার্জন স্যারের তিন-চার দিন ধরে জ্বর ছিল।