৭১ এর মানবতাবিরোধী মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যদাতা রাঙ্গুনিয়ার নুরুল আবছারকে (৭৬) ছেড়ে দিয়েছে রামু থানা পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় পরিবারের জিম্মায় তাকে রামু থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়ার আবদুল গনি মাঝির বাড়ি থেকে নুরুল আবছারকে আটক করে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে থানা পুলিশ এসে তাকে আটক করে। তিনি ৫ আগস্টের পর থেকে সেখানে গা ঢাকা দিয়েছিলে বলে অভিযোগ রয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, আটক নুরুল আবছারের ব্যাপারে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোনো অভিযোগ নেই। এছাড়া তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়ও কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে নুরুল আবছারকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।