আমাদের দেশের ছেলেদের পারিবারিক দায়িত্ব এমনভাবে সামাজিক দায়িত্ব হিসেবে চাপানো হয়েছে যে, একজন ছেলের পারিবারিক দায়িত্বের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে চলছে! সে উচ্চ পর্যায়ের হোক কিংবা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত! মেয়েদের এভাবে সার্টিফিকেট ভারী করাটা উচিত নয় শুধুমাত্র তার থেকে উচ্চ পর্যায়ের বর পাওয়ার জন্য! এমন মানসিকতায় যতই মেয়েকে শিক্ষিত করেন না কেন তাকে নির্ভরশীল ভাবেই গড়ে তোলা হয় অন্যের উপর এবং দিন শেষে তারা হতাশায় ভুগে বলে নিজেকে নিঃশেষ করতে বাধ্য হয়! সত্যি বলতে পারিবারিক দায়িত্বের বোঝা পালন করছে আমাদের বুয়ার মতো মহিলারা আর সেই পুরুষ মানুষগুলো যারা জীবনটায় পরিবারের জন্য খাটছে। যেমন: (কেউ মা এর জন্য, কেউ সন্তানের জন্য, কিংবা পরিবারের মর্যাদা রক্ষা করে) এমন মেয়ে বা পুরুষদেরও বোঝা দরকার খুব জরুরি।
তাদের মৃত্যুকে দেখতে উৎসাহী করার থেকে তাদের বাঁচার জন্য অনুপ্রেরণা দেয়া দরকার কারণ এমন মানুষগুলো শূন্য হলে পরিবারের বিসর্জন হয়। বাঁচতে দেয়া দরকার যারা পরিবারের জন্য জীবনে খাটছে। সম্পত্তি থাকা সন্তান হোক, বা মিডিয়া সাকসেসফুল ব্যক্তি হোক কিংবা নিজের পর্যায় তৈরি করা সংগ্রামী যে মানুষ হোক না কেন তারা দিন শেষে তাদের পরিবারের জন্য সব করে।












