ভাটিয়ারীর বিএমএ থেকে আনোয়ারার সাঙ্গু নদীর পাড়ে মহড়ায় যাওয়া সেনা ক্যাডেট আসিফ হোসাইন নিশানের গ্রামের বাড়ি মীরসরাইয়ের পশ্চিম ইছাখালীতে। গতকাল রাত ৮টা নাগাদ নিহতের লাশ নিজ বাড়িতে পৌঁছলে এলাকায় শুরু হয় শোকের মাতম। মা শাহিন আক্তার খানের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। দুই বোন সানজিদা ও বুশরা মাকে জড়িয়ে ধরে শুধু কাঁদছেন। একমাত্র ভাইকে বিদায় দিতে যেন তাদের বুক ফেটে যাচ্ছে। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে বাবা আনোয়ারুল ইসলামও নির্বাক। শোকে হতবিহ্বল যেন পুরো এলাকা।
আসিফের বাবার বন্ধু স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল মোস্তফা বলেন, এই শোক সইবার নয়। আসিফকে ঘিরেই পরিবারের আশা-ভরসা, স্বপ্ন সব ভেঙে যাওয়া শুধু নয়, গোটা পরিবারে নেমে এল অন্ধকার। রাত ৯টা নাগাদ তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আসিফের পরিবারের সবাই থাকেন হালিশহর এলাকায়। বিএমএর ক্যাডেট হিসেবে এবার তিনি সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় (প্রশিক্ষণ) অংশ নিতে আনোয়ারার সাঙ্গু নদীর পাড়ে যান। সোমবার বিকেল ৫টার দিকে উক্ত প্রশিক্ষণ দলের কয়েকজন সদস্য তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকার সাঙ্গু নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে ভেসে যান আসিফ (২০)। নিখোঁজ হওয়ার পর থেকে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।