সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। পরিবারকে বদলে দিতে। সন্তানের সুশিক্ষা, নৈতিকতা, বয়োজ্যেষ্ঠদের সম্মান করার মানসিকতা, পরোপকারী মনোভাব, সমাজ সচেতনতা, দেশপ্রেম সহ সব কিছুই নির্ভর করে একজন সচেতন মায়ের উপর। সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শাহাদাত হোসেন একথা বলেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকল্পে সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় গতকাল শনিবার মা সমাবেশ সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুছোফা, সহকারী শিক্ষা অফিসার মুনা বড়ুয়া। সমাবেশে স্কুলের মেধাবী ও গরীব ছাত্র/ছাত্রীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।