পরিবহন শ্রমিকদের বাঁচার ব্যবস্থা করুন : টিইউসি

| শনিবার , ১ মে, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির সভা গত ২৮ এপ্রিল অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সড়ক ও নৌ পরিবহনে কর্মরত শ্রমিকদের বেঁচে থাকার ন্যূনতম বিকল্প ব্যবস্থা না করে চলমান লকডাউন আরো বাড়ানোর সিদ্ধান্ত অমানবিক। গাড়ি না চললে যাদের কোনো ধরনের আয়ের সুযোগ থাকে না তাদের বিষয়ে দৃষ্টিপাত করা হয়নি। সবকিছু ঢিলেঢালা, কেবল গণপরিবহন বন্ধ। অথচ অন্য পরিবহনগুলোতে গাদাগাদি করে মানুষ চড়ছে। পরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগ থাকলে শ্রমিকদের বাঁচার ব্যবস্থা হয়। লকডাউন চলাকালে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য বরাদ্দকৃত ত্রাণ ও নগদ অর্থ অবিলম্বে তাদের কাছে পৌঁছানোর দাবি জানান নেতৃবৃন্দ।
এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, যুগ্ম সম্পাদক দিলীপ নাথ, সাংগঠনিক সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ মুছা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে উদ্ধারকৃত শঙ্খিনী সাপ পাহাড়ে অবমুক্ত
পরবর্তী নিবন্ধসালাহ উদ্দিন আহমদ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য