বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম শরীফ চৌধুরী মাইজভান্ডারী বলেন, রুহুল আমিন ছিলেন একজন নিবেদিত প্রাণ পরিবহন শ্রমিক নেতা। তার মৃত্যুতে আন্তঃজিলা পরিবহণ শ্রমিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিবহন শ্রমিকদের সার্বিক কল্যাণে অনেক কাজ করেছেন। গতকাল মঙ্গলবার সকালে কদমতলী বাস টার্মিনালে রুহুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন, আন্তঃজিলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহামদ। স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সভাপতি মৃনাল চৌধুরী। ইউনিয়নের দপ্তর সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, মালিক সমিতির সহ-সভাপতি আবদুল মালেক, বদরুল হুদা মুরাদ, খোরশেদ আলম, গোলাম মোস্তফা, রুহুল আমিন, মোহাম্মদ ইউসুফ ভুইয়া, নুরুল হায়দার মাসুম। প্রেস বিজ্ঞপ্তি।