পরিবহন ভাড়া বাড়লেও সহনীয় থাকবে : কাদের

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৬:৩৮ পূর্বাহ্ণ

ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন মালিকদের দাবিতে ভাড়া বাড়লেও তা যেন জনগণের জন্য সহনীয় হয়, সরকার সেদিকে দৃষ্টি রাখবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। ডিজেলের দাম বাড়ানোর পর সরকারের আহ্বান উপেক্ষা করে পরিবহন মালিকরা ধর্মঘট চালিয়ে যাওয়ার মধ্যে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন তিনি। খবর বিডিনিউজের।
ওবায়দুল কাদের বলেন, লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকার অনিচ্ছা স্বত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করেছে। তবে এক্ষেত্রে শেখ হাসিনা সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে।
সরকার বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। তারা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে।
তাদের দাবির মুখে রোববার (আজ) বিআরটিএ বৈঠক ডেকেছে।
ধর্মঘট তুলে নিতে ওবায়দুল কাদের আহ্বান জানালেও আজকের বৈঠকের আগে তা তুলতে নারাজ পরিবহন মালিকরা। ফলে সড়কে মানুষের ভোগান্তি থামছে না।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি যাত্রী সামলাতে হিমশিম
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে অচলাবস্থা