পতেঙ্গা হালিশহর বাস–কোস্টার মালিক পরিবহন কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার নগরীর পতেঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন হাজী মো: ইউসুফ কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন শ্রম অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো: মোকশেদুল আলম। মো: মঞ্জুরুল ইসলাম লিটনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরী বাস–মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম, সহ–সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক অরুন রুদ্র। এ সময় বক্তব্য রাখেন আবদুল ওয়াদুদ, মো: রিফাত, মো: লিটন, মো: মানিক, রাসেল, মো: আজিজুল হক, রাজু, সাগর, মো: ফরিদ প্রমুখ।
উক্ত সাধার সভায় শ্রম অধিদপ্তরের নির্বাহী পরিচালক পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করেন। সকল মালিক সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার মো: সেলিম, সহ নির্বাচন কমিশনার মো: জয়নাল আবেদীন, সহ নির্বাচন কমিশনার মো: শাহজাহানকে নির্বাচিত করা হয়। এ সময় সংগঠনের ৮৭ জন সদস্যদের মধ্যে ৭৭জন সদস্য উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।