পরিবর্তন

সুতপা চক্রবর্তী | সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

সময়ের আগেই
আমার দিনের সমাপ্তি ঘটালো ,
ব্যাকুল হয়ে ঝরে পড়া বাদল ۔۔۔

পৃথিবীর রূপ ঢেকে দেয় বলে
নিশিতে ভয়

যেদিন থেকে তুমি এলে,
সেই থেকে রাত্রি প্রিয়
কালোতে আলো খুঁজে পেয়েছি

বাদল,
ঘটাও সমাপ্তি দিনের
প্রেমে পূর্ণ সেই রাত্রি চাই
বারে বারে ۔۔۔۔

পূর্ববর্তী নিবন্ধবাবাকে মনে পড়ে
পরবর্তী নিবন্ধডা. এল এ কাদেরী’র প্রতি শ্রদ্ধার্ঘ্য