সুরম্য একটি বহুতল ভবনের পাশ দিয়ে বয়ে গেছে পিচঢালা পথ। এ পথ ধরে ছুটে যাচ্ছে ব্যক্তিগত গাড়ি। পাশে দাঁড়িয়ে থাকা ভবনে শোভা পাচ্ছে আলোকসজ্জা। তবে পুরো ভবন নয়, কয়েকটি ফ্লোরে জ্বলছে বাহারি রঙের বাতি। মূলত, মুম্বাইয়ের এ বাড়িতে বসবাস করেন পরিণীতি চোপড়া। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। আম আদমি পার্টির নেতা ও সংসদ সদস্য রাঘবের সঙ্গে ডিনারে গিয়ে আলোচনায় উঠে আসেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। জোর গুঞ্জন চাউর হয়েছে, রাঘবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ৩৪ বছরের পরিণীতি। কয়েক দিন পরই বাগদান সারবেন এই জুটি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ১৩ মে নয়া দিল্লিতে বাগদান সারবেন পরিণীতি–রাঘব। দিল্লির উদ্দেশ্যে মুম্বাই ছেড়েছেন তারা। গত বৃহস্পতিবার মুম্বাই এয়ারপোর্টে একসঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই যুগল। বাগদান উপলক্ষে পরিণীতির মুম্বাইয়ের বাড়ি সাজানো হয়েছে।
 
        
