পরিচ্ছন্ন যানজট মুক্ত রাখতে সিএমপির সহযোগিতা চাইলেন

নগরীতে ঝটিকা পরিদর্শনে চসিক প্রশাসক

| বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন গতকাল বুধবার ভোরে নগরীর ব্যস্ততম এলাকা আগ্রাবাদের বড়পোল মোড়, এঙেস রোড, বেপারী পাড়া, দেওয়ানহাট মোড় ঝটিকা পরিদর্শন করেছেন। পরিদর্শনে গিয়ে জনবহুল ও ব্যস্ততম এলাকার সড়ক ও মিড আইল্যান্ডে ময়লা আবর্জনা ধুলোবালি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের সেবকরা ঠিকঠাকভাবে পরিস্কার করেছেন কিনা তা প্রত্যক্ষ করেন। এসময় বেশ কিছু স্পটে ধুলোবালি ও আবর্জনা দেখে তা অপসারণে পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এসময় সড়কের উপর অফিসগামী ও কর্মজীবী মানুষদের চলাচলের সুবিধার্থে গণপরিবহন ও অযান্ত্রিক যান রিকশার শৃঙ্খলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে আরো তৎপর হতে বলেন। তিনি নগরীর ভাসমান হকারদের বিকেল ৩ টার আগে নগরীর কোন স্থানে ব্যবসা পরিচালনায় পণ্যের পসরা সাজিয়ে না বসার আহ্বান জানিয়ে বলেন, আমি হকারদের বিপক্ষে নয়। কারো রুটি রুজির ওপর আঘাত আসুক রাজনৈতিক কর্মী হিসেবে আমি তা চাইনা। তবে হকার নেতা সেজে চাঁদাবাজি করে জনদুর্ভোগ সৃষ্টি করলে সেক্ষেত্রে চুল পরিমাণও ছাড় দেয়া হবেনা। সেক্ষেত্রে আশা করি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও নগরবাসীর পাশে থাকবেন। তাহলেই চট্টগ্রাম মানবিক, পরিবেশবান্ধব, সকলের বাসযোগ্য হিসেবে গড়ে উঠবে আমি আশা রাখি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় জুসের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধআমেনা বেগমকে পুলিশ সদর দফতরে পদায়ন