পরিচ্ছন্ন চট্টগ্রাম নগরী চাই

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

চসিকের মাননীয় মেয়র একজন ডাক্তার হওয়াতে চট্টগ্রামের মানুষ একটু বেশিই আশা করে। আশা করা ভুল কিছুও না। কারণ বন্দর নগরী চট্টগ্রাম এর অধিবাসী হওয়াতে মানুষ এ রকম আশা করতেই পারেন। ৫ই আগষ্টের পূর্বে মেয়রসহ কাউন্সিলরবৃন্দ থাকার কারণে মোটামুটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা পরিচ্ছন্ন কাজে নিয়মিত নিয়োজিত থাকতেন। এবং কমপক্ষে শহরের প্রধান সড়কগুলো পরিচ্ছন্ন দেখা যেত। কিন্তু বর্তমানে তাদের মনিটরিং করা কঠিন হয়ে পড়েছে কাউন্সিলরবৃন্দ না থাকায়। মাননীয় মেয়রের নিকট আকুল আবেদন চট্টগ্রামের প্রতিটা সড়কে নির্দিষ্ট দূরত্বে টেকসই ডাস্টবিন স্থাপন করার জন্য অনুরোধ করছি। বিশেষ করে চট্টগ্রামের রাস্তাঘাটে ধুলাবালির প্রভাব বেশি লক্ষণীয়, এই ধুলাবালি থেকে মুক্তি পেতে চট্টগ্রামের সকল প্রবেশ মুখে চেক পোস্টগুলোতে বালি ও মাটির ট্রাকগুলো যাতে যথাযথ ব্যবস্থা সহকারে শহরের প্রবেশ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। সাথে সাথে চট্টগ্রামের প্রবেশ মুখগুলোতে রাস্তার নিচ থেকে পানি উঠার ঝর্নার মত করে দিলে চাকা পরিষ্কার ব্যবস্থা করতে পারলে চট্টগ্রাম অনেকটাই ধুলাবালি মুক্ত শহরে পরিণত হবে।

তৌসিফুল আনোয়ার

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসোহরাব হোসেন: নজরুল সংগীতশিল্পী
পরবর্তী নিবন্ধবিভক্তি নয় দেশের স্বার্থে ঐক্যই হোক শক্তি