চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, নিরাপদ এবং সবুজ চট্টগ্রাম গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিহার্য। আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। এ শহর আমার একার নয়, আমাদের সকলের।
তিনি গতকাল বৃহস্পতিবার আহম্মদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহমদ, চসিক শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার,অধ্যক্ষ এস এম এহাছান উদ্দিন, শায়েস্তা উল্লাহ চৌধুরী, জমির উদ্দিন নাহিদ, অধ্যক্ষ আবু তালেব বেলাল ও রুপালী বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।মেয়র বলেন, স্কুল ভবনের নামফলক আমার ব্যক্তিগত খরচে তৈরি করে দেব এবং নতুন আসবাবপত্র দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে প্রযুক্তির এই যুগে সোশ্যাল মিডিয়ার খারাপ দিকগুলো বর্জন করতে হবে।
তিনি আরও বলেন, টার্ফে খেলতে গিয়ে যেন কোনো শিশুকে টাকা দিয়ে খেলতে না হয়, সে ব্যবস্থা নেওয়া হবে। আমি ৪১টি ওয়ার্ডেই খেলাধুলার জন্য মাঠ তৈরি করবো। ইতোমধ্যে ৬ টি মাঠের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে,বাকীগুলোও ধাপে ধাপে করা হচ্ছে। তিনি ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিন ব্যবহার করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।