পরিবেশ সুরক্ষা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও গাছের চারা বিতরণ কর্মসূচি। “গড়ি ক্লিন বাংলাদেশ, গ্রিন বাংলাদেশ” শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) সংলগ্ন এলাকায়। কর্মসূচির বিশেষ আকর্ষণ ছিল পরিচ্ছন্নতার বিনিময়ে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ, যা পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে একটি অভিনব, সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এ কর্মসূচির বাস্তবায়ন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিভাসু শাখার সাধারণ সম্পাদক মো. শাহারিয়ার হোসেন তালুকদার। সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন সাঈদ আল নোমান। এ উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে র্যালির আয়োজন করা হয়। র্যালিতে প্রধান অতিথি ছিলেন সিভাসুর উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এ কে এম সাইফুদ্দিন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন এগ্রি চট্টগ্রাম চ্যাপ্টারের মনিটর আহসানুল হক রোকন, অধ্যাপক ড. শামছুল মোর্শেদ ও ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিভাসু শাখার সহসভাপতি ও প্রচার সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি, স্কুল–কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিশু–কিশোরসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, অভিভাবক ও সাধারণ নাগরিকদের মাঝে ১৯ প্রজাতির প্রায় ৭০০টিরও বেশি ফলদ, বনজ, ফুল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












