পরিচালনার জগতে হাতে খড়ি হতে চলেছে তার

| বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বাদশার পর এবার পালা বাদশা পুত্রের। শাহরুখ খানের মেয়ে সুহানা জোয়া আখতারের ছবি ‘দ্য আর্চিস’এর মাধ্যমে অভিনয়ের দুনিয়ায় পা রাখছেন। এই খবর ঘোষণা হতেই সবাই আরিয়ানের দিকে তাকিয়ে ছিল। সেই আশা পূর্ণ হতে চলেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একটি পোশাকের ব্র্যান্ড ডি’ইয়াভোল এর বিজ্ঞাপন দিয়ে গ্ল্যামার জগতে প্রবেশ করতে চলেছেন। এই বিজ্ঞাপনী ছবি দিয়েই পরিচালনার জগতে হাতেখড়ি হতে চলেছে তার। ছেলের ভবিষ্যৎ গড়ে দিতেই কি আরিয়ানের পরিচালনায় বিজ্ঞাপনী ছবিতে মুখ দেখাতে রাজি হলেন শাহরুখ ? অনুরাগীদের তেমনই দাবি।

আরিয়ান জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে সবাই বিজ্ঞাপনী ছবিটি দেখতে পাবেন। আরিয়ান এই বিজ্ঞাপন চলচ্চিত্রের মাধ্যমে তার বাবা শাহরুখ খানকে পরিচালনা করার সুযোগ পেতে চলেছেন। বিজ্ঞাপনটি ২৫ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যেই আরিয়ান এবং শাহরুখ উভয়ই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এর এক ঝলক শেয়ার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসিঙ্গেল লিখে নোবেলের স্ট্যাটাস
পরবর্তী নিবন্ধব্যক্তিগত মূল্যবোধ কাজে বাধা হয়নি