বর্তমান সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন পরিচালক হিসেবেও পরিচিতি লাভ করেছেন। তিনি ‘গহীনের গান’ শিরোনামে সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ২০১৯ সালে। সিনেমা পরিচালনার আগেও তিনি বেশ কয়েকটি কাজ করে আলোচনায় আসেন। সাদাত হোসাইন দীর্ঘ চার বছরের বিরতির পর আবারও পরিচালনায় ফিরেছেন। এবার তিনি ‘রৌদ্রময়ী’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। জানা গেছে, চলচ্চিত্রটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে।
পাশাপাশি এটি প্রজন্ম ওয়েভের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হবে। ‘রৌদ্রময়ী’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় জুটি খায়রুল বাশার ও সাদিয়া আয়মান। এছাড়া বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অশোক বেপারি, আশা মজিদ রোজি, মাঈন হাসান, কাশপ্রিয়া প্রমুখ। এ প্রসঙ্গে সাদাত হোসাইন বলেন, আমি সবসময় বলেছি যে আমি গল্প বলতে ভালোবাসি।
সুতরাং সম্ভাব্য সব মাধ্যমেই গল্প বলতে চাই আমি। ভিজ্যুয়াল মিডিয়াও তেমনি গল্প বলার একটি মাধ্যম। কিন্তু যেহেতু লেখালেখিই আমার মূল পেশা, ফলে নির্মাণে খুব একটা সময় দিতে পারছিলাম না। দীর্ঘদিন পরে হঠাৎ করেই সময় সুযোগ মিলে গেলো, ফলে রৌদ্রময়ী কাজটি করা।
তবে আগামী বছর থেকে আবারও ডিরেকশনে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। রৌদ্রময়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সার্বিক সমন্বয়ে রয়েছেন আকিক আনোয়ার। ‘রৌদ্রময়ী’ গল্পটি লিখেছেন কানিজ ফাতেমা কনিকা। এর চিত্রনাট্য ও নির্দেশনা দিয়েছেন সাদাত হোসাইন।