নিষ্ঠা ফাউন্ডেশনের ‘যাকাতের লক্ষ্য অর্জনে করণীয়’ শীর্ষক সেমিনার গত ২২ মার্চ স্টেশন রোডস্থ হোটেল সৈকতের হালদা হলে দেওয়ান মাকসুদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রবন্ধ উপাস্থাপন করেন নিষ্ঠা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও জেনারেল সেক্রেটারি ড. মুহাম্মদ নুর হোসাইন। মুখ্য আলোচক ছিলেন, কোয়ালিটি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান লিটন। বক্তারা বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে যাকাত প্রদানের প্রতি আগ্রহ আশাব্যঞ্জক। ধনীরা স্বেচ্ছায় যাকাত দিয়ে থাকেন। কিন্তু বর্তমান যাকাত প্রদানপদ্ধতির ত্রুটির কারণে এর লক্ষ্য অর্জন হচ্ছে না। স্বচ্ছতার সাথে সুপরিকল্পিত পন্থায় যাকাতের অর্থ ব্যয় করা হলে ১৫ বছরের মধ্যে দারিদ্র বিমোচন সম্ভব। মাওলানা ইকরামুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনা করেন আইনজীবী আবুল কাশেম চৌধুরী, ফুলকলির জিএম এম এ সবুর, ঢাবির সহ গ্রন্থাগারিক জনাব নাইমুদ্দিন। উপস্থিত ছিলেন কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, দেলোয়ার হোসেন এফসিএস, ব্যাংকার সেকান্দর রহমান, শাহজাদা সৈয়দ বদরুল হক চিশতি, ব্যবসায়ী সালেহ আহমদ, মাওলানা ওয়াহিদুল ইসলাম, ব্যাংকার সুলতানুর রশীদ, ম্যানেজার আবু বকর ছিদ্দিক, অ্যাডভোকেট আব্দুল্লাহ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।