ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশটি কাউকে ইজারা দেয়া হয়নি। প্রতিহিংসার বশে পরিকল্পিতভাবে নাশকতা করে দেশকে অস্থিতিশীল করে রাখার চেষ্টা করা হচ্ছে। সরকার এগুলো শক্তহাতে দমন করবে। গতকাল শনিবার সকালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার প্রাক্তন ছাত্রদের ‘রি–ইউনিয়ন হাশেমিয়ান’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বৈরাচার আওয়ামী লীগ ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আবারো আন্দোলনে নামার আহ্বান জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডে চক্রান্ত থাকতে পারে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, প্রতিটি বিষয়কে আমরা সতর্কতার সাথে মোকাবেলা করছি। আপনাদেরকে আরো সতর্ক থাকতে হবে। খালিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের মধ্যখানে আমরা নির্বাচনের পথে যাচ্ছি। জানুয়ারির ১ তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
আমাদের সরকার ক্ষমতা আঁকড়ে ধরতে চায় না। রাতের আঁধারে না, দিনের আলোতে ভোট হবে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবে। নির্বাচনে যারাই বিজয়ী হবেন তাদের আমরা ক্ষমতা হস্তান্তর করব। ‘রিইউনিয়ন হাশেমিয়ান–২০২৪’ এর আহ্বায়ক মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। প্রেস বিজ্ঞপ্তি।