পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক যুবককে ‘চিহ্নিত করার’ কথা জানিয়ে পুলিশ বলেছে, সে একজন ‘মাদকসেবী’।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহতাব উদ্দিন আজ শুক্রবার (৪ জুন) এ তথ্য জানিয়ে বলেন, “তাকে গ্রেপ্তারের ‘চেষ্টা চলছে’। ওই ছিনতাইকারী একজন হেরোইনখোর। এছাড়া ড্যান্ডিসহ বিভিন্ন মাদক সে সেবন করত। সে ওই এলাকার ফুটপাতে ঘুমাত।” বিডিনিউজ
গত ৩০ মে সন্ধ্যায় রাজধানী ঢাকার বিজয় সরণির রাস্তায় এক ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে পরিকল্পনা মন্ত্রীর হাত থেকে তার আইফোনটি ছোঁ মেড়ে নিয়ে চম্পট দেয়।
পুলিশ কর্মকর্তা মাহতাব উদ্দিন বলেন, “ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা ছিল না। তবে এই ঘটনায় অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবাই ওই যুবককে চেনে।”
মঙ্গলবার একনেক বৈঠক নিয়ে ব্রিফিং শেষে এনইসি সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের সামনে ফোন খোয়ানোর ঘটনা বর্ণনা করেন।
তিনি বলেন, “পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাবার পথে বিজয় সরণিতে গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলাম। হুট করে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন মোবাইল নিয়ে দৌড় দেয়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কী ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি আমার মোবাইল নিয়ে গেল।”
পরিকল্পনামন্ত্রী বলেন, “গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি।”
এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা করা হয়েছে।