উন্নয়ন সংগঠক ও সমাজকর্মী, শামসুন্নাহার রহমান পরাণের ১০ম মৃত্যুবার্ষিকী গত ১৮ ফেব্রুয়ারি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে ঘাসফুল। সংগঠনের বিভিন্ন কর্ম–এলাকায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণের আয়োজন করা হয়।
১৮ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ঢাকাস্থ আজিমপুর কবরস্থানে মরহুমার কবরে ঘাসফুল পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঘাসফুল–এর উপপরিচালক জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক মো. নাছির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়, ঘাসফুল পরাণ রহমান স্কুল এবং নওগাঁ জেলার নিয়ামতপুর এরিয়া অফিসে পৃথক তিনটি আয়োজনে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিতহয়। চট্টগ্রামের মাহফিলে উপস্থিত ছিলেন ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর–উল–আমিন চৌধুরী, সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক মোহাম্মদ ফরিদুর রহমান, উপপরিচালক মারুফুল করিম চৌধুরী, সাদিয়া রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। নওগাঁ জেলার নিয়ামতপুর এরিয়া অফিসের মাহফিলে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সাইদুর রহমান, এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রামের ঘাসফুল পরাণ রহমান স্কুলের স্মরণসভা ও দোয়া মাহফিলে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়া, মরহুমার ইছালে সওয়াবের উদ্দেশ্যে চট্টগ্রামের নন্দনকাননস্থ বাওয়া চিলড্রেন হোম ও নওগাঁ জেলার নিয়ামতপুরে ঘাসফুল ফস্টার চিলড্রেন কেয়ার সেন্টারের এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বলেন, পরাণ রহমান ছিলেন একজন দূরদর্শী উন্নয়ন সংগঠক, যিনি আজীবন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকেছেন। তাঁর রেখে যাওয়া অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।