পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে

ফটিকছড়িতে সরওয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন৭১ ও ২৪ এর পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তবে তাদের মনে রাখতে হবে, আবার নতুন কোন ষড়যন্ত্র দেশবাসী মেনে নেবে না। এদেশের জনগণ, কৃষক থেকে শুরু করে সকল শ্রেণির মানুষ এ বিষয়ে সজাগ রয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে যথা সময়ে নির্বাচন দেয়ার আহবান জানান।

তিনি গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম ফটিকছড়ির ১নং বাগান বাজার ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এসব কথা বলেন। বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অহিদুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন কৃষক দলের নেতা আবুল বসরের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন।

উদ্বোধক ছিলেন ভূজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিম উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেনজেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, মহিউদ্দিন আজম তালুকদার, নূরুল ইসলাম মেম্বার, থানা কৃষক দলের সদস্য সচিব বেলাল সওদাগর, মো. রফিক, ইলিয়াস চৌধুরী, মজিবুর রহমান, সাজ্জাদুল কবীর জামাল, মোঃ সাহাবুদ্দিন, সিদ্দিকী আহমদ কালা, দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম, মো. মহিউদ্দিন, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমমতার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের উদ্যোক্তা সম্মাননা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড থেকে দেশে ছড়িয়ে পড়বে নতুন নিয়মে রপ্তানিযোগ্য চিচিঙ্গার আবাদ