পরাজয় জেনে নির্বাচন বানচালের ছক নিয়ে এগুচ্ছে বিএনপি-জামায়াত

বন্দর থানা আ. লীগের শান্তি সমাবেশে সুজন

| বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

বিএনপিজামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় গতকাল বুধবার সকালে নগরীর নিমতলা চত্বরে বন্দর থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, জনগণের সম্পত্তি যদি নিরাপদ না থাকে তাহলে তাদের (বিএনপিজামায়াত) সম্পত্তিও গণরোষের শিকার হতে পারে।

তিনি বলেন, বিএনপিজামায়াত চক্র নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন বানচালের অপতৎপরতায় মাঠে নেমেছে। জ্বালাওপোড়াও করে, জনগণের সম্পদের ক্ষয়ক্ষতি করে তাদের সে উদ্দেশ্য সফল হবে না। কারণ নির্বাচন বানচাল করার সে শক্তি তাদের নেই। নির্বাচনে পরাজয় জেনে তাই তারা নির্বাচন বানচালের ছক নিয়ে এগুচ্ছে। তাদের সেসব অশুভ উদ্দেশ্য কোনভাবেই সফল হতে দেয়া যাবে না। ইতোমধ্যে নির্বাচনের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। এ অবস্থায় একটি বিশেষ রাষ্ট্রের সংলাপের আহ্বান জানানো নির্বাচন বানচলের অপপ্রয়াস বলেও মন্তব্য করেন তিনি।

বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসের চৌধুরী বাচ্চু, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. ইসকান্দর মিয়া, ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল মান্নান, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক ও কাউন্সিলর মোর্শেদ আলী, কামাল ইসহাকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতফসিলকে স্বাগত জানালেন রওশন
পরবর্তী নিবন্ধএবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা, ২ ফেব্রুয়ারি শুরু