পরশ পাথর

হেলাল চৌধুরী | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৭:১৩ পূর্বাহ্ণ

তুমি যেখানেই হাত রাখো,

সেটা শিল্প হয়ে যায়।

তোমার স্পর্শে যেন জীবন্ত হয়; মাটির প্রতিমা।

তোমারই বিরহে, বিসর্জনের পুণ্য তিথিতে

জলে ভরে ওঠে দেবীর ত্রিনয়ন।

তোমারই কন্ঠে প্রাণ খুঁজে পায়,

আমার কবিতার চরণ।

আবার আলতো করে যখন

আমার অধর ছুঁয়ে দাও তুমি

আমি কবিতা ভুলে যাই।

ক্রমশ কবি থেকে আমি

তুমুল আগ্রাসী কোন এক

প্রেমিক পুরুষ হয়ে উঠি।

কামনার আতিশয্যে স্বণ লতার মতোন

যখন আমায় আলিংগন করো তুমি

ধুলোয় মোড়ানো মাটির পৃথিবীটাও

আমার কাছে স্বর্গ মনে হয়।

কোন এক অবসরে, আমার স্বপ্নগুলোকে

তুমি একটু করে ছুঁয়ে দিও নন্দিনী।

ওরা জীবন্ত হয়ে উঠুক।

পূর্ববর্তী নিবন্ধআমাদের কান্না মেশানো কথাগুলো
পরবর্তী নিবন্ধতবু বাঁচতে হয়