পরলোকে সুবিমল চন্দ্র দাশ

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

পূবাণী প্রিন্টাসের স্বত্বাধিকারী, চট্টগ্রাম প্রেস মালিক সমিতির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সুবিমল চন্দ্র দাশ গত শুক্রবার ভোর চারটার দিকে জামালখানস্থ বাসায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী, ২ কন্যা-জামাতা, ১ পুত্র-পুত্রবধূ, নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত সুবিমল দাশ বাংলাদেশ হিন্দু ফাউণ্ডেশন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির, ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশন, জগৎপুর অনাথ আশ্রম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-চট্টগ্রামের আজীবন সদস্য। শুক্রবার দুপুরে অভয় মিত্র মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

সুবিমল দাশের মৃত্যুতে চট্টগ্রামের প্রেস অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস মালিক সমিতি গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও প্রেস মালিক সমিতির সাবেক সহ সভাপতি দীপক দত্তসহ নেতৃবৃন্দ বলেন, আমরা একজন প্রবীণ প্রেস মালিককে হারায়নি, একজন অভিভাবককে হারালাম। সুবিমল দাশের শেষকৃত্য অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মোহাম্মদ আইয়ুব, হাকিম সর্দার, উত্তম কুমার দাস, রগু নাথ পাল, আবদুল্লাহ আল মামুন, জিল্লুর রহমান ও সাবেক প্রেস মালিক সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনপূর্ব প্রেক্ষাপটে কোনো ধরনের অবাঞ্ছিত সহিংসতা কাম্য নয়
পরবর্তী নিবন্ধটিইউসির শোক প্রকাশ