পরলোকে বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার লালা

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বরেণ্য কণ্ঠশিল্পী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্পনা লালার স্বামী বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার লালা গত ৫ জানুয়ারি রাত ১০ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। স্বপন কুমার লালার শেষকৃত্য অনুষ্ঠান গতকাল বুধবার দুপুরে বোয়ালখালীর পোপাদিয়া গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে এসি ল্যান্ড মো. মোজাম্মেল হকের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করেন সু-সজ্জিত পুলিশ দল। পরে দুপুরে সাড়ে ১২ টার দিকে পারিবারিক শ্মশানে দাহ করা হয় তাকে। বিভিন্ন ব্যক্তি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার লালার শ্মশানে শ্রদ্ধা জানায়। তাঁর মৃত্যুতে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব ও সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা গভীর শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান
পরবর্তী নিবন্ধমাদরাসায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : আল্লামা বাবুনগরী