পরলোকে প্রফেসর ড. সুজিত কুমার সেন

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বিশিষ্ট গণিত তত্ত্ববিদ প্রফেসর ড. সুজিত কুমার সেনের আদ্য শ্রাদ্ধ আগামী ৫ জানুয়ারি দুপুরে আন্দরকিল্লাস্থ পঞ্চানন ধাম আশ্রমে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত ও ভৌত বিজ্ঞানের স্বনামধন্য অধ্যাপক প্রফেসর ড. সুজিত কুমার সেন গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামস্থ নিজ বাসভবনে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও পুত্র সন্তান রেখে যান। তিনি দীর্ঘদিনযাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিশ্ববরেণ্য গণিত ও ভৌত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের প্রিয় শিষ্য ড. সুজিত কুমার সেনের বহু গবেষণাপত্র দেশবিদেশের অনেক জার্ণাল ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ড. সুজিত কুমার সেনের মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ গভীর শোকপ্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার হত্যা মামলার আসামি খুলশীতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজয়নাব বেগম