পরলোকে নন্দশ্রী ভিক্ষু

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

বুদ্ধাংকুর বিহার ও বিদর্শন কেন্দ্রের আবাসিক প্রধান নন্দশ্রী ভিক্ষু (৪৮) গত শনিবার সকাল ৭টায় পরলোকগমন করেছেন। নন্দশ্রী ভিক্ষু নবপণ্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথেরোর শিষ্য এবং পটিয়া উপজেলার পিঙ্গলা গ্রামের প্রেমলাল বড়ুয়া ও ছায়ারানী বড়ুয়ার সন্তান। আজ সোমবার বুদ্ধাংকুর বিহারে অনিত্যসভা শেষে দাহকার্য সম্পাদন করা হবে। নন্দশ্রী ভিক্ষুর প্রয়াণে বুদ্ধাংকুর বিহারের প্রতিষ্ঠাতা ড. উপানন্দ মহাথেরো, রতনানন্দ ভিক্ষু, মহানন্দ ভিক্ষু, বিজ্ঞানন্দ ভিক্ষু, কাজল বড়ুয়া, সাংবাদিক সুপলাল বড়ুয়া, অধ্যাপক শ্যামল বড়ুয়াসহ সকল দায়কদায়িকা, উপাসকবৃন্দ শোক প্রকাশ করেন এবং পুণ্যরাশি দান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বসতঘর থেকে পাঁচটি মেছোবাঘ শাবক উদ্ধার
পরবর্তী নিবন্ধহাজী আহমদ খলিল