পরলোকে কবি আনন্দ মোহন রক্ষিত

আজাদী ডেস্ক | শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

রাউজান কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ, কবি আনন্দ মোহন রক্ষিত আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায়। স্ত্রী লাকী রক্ষিত সাধারণ বীমা করপোরেশনের প্রাক্তন সহকারী ম্যানেজার। ছেলে ডা. শুভ রক্ষিত সুইডেন প্রবাসী, মেয়ে শুভেচ্ছা রক্ষিত রীমা ভারত প্রবাসী।

আনন্দ মোহন রক্ষিত সমকালের সমাজ সচেতন এক কবি। তার চারপাশের অভিজ্ঞতা, নাগরিক জীবনের সুখদুঃখ, হাসিকান্না, রোমান্টিকতা, প্রেম, নৈসর্গিকতা, শাসনশোষণ আর শোষকগোষ্ঠীর প্রতি ঘৃণা ও তীব্র ক্ষোভ এসব নিয়েই তিনি লিখেছেন প্রচুর কবিতা। ইতোমধ্যে তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। সেগুলো হলোঢালো বিষ ঢালো অমৃত (১৯৯৭), তুমিও ফেরালে চোখ (২০০১), মানুষের দ্রোহ মানুষ (২০০৬), অনুরাগে ভেজা চোখ (২০০৯), চেরাগির অপূর্ব আলোয় (২০২০)। এছাড়াও শোণিত গালিচা পাতা জনপদ (১৯৭৪) এবং নবান্ন (২০১২) তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। কবি আনন্দ মোহন রক্ষিতের মৃত্যুতে চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী ও মহাসচিব অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষসহ বাহিফার ব্যবস্থাপনা সংসদের সকল কর্মকর্তাবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং প্রয়াতের শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসালমা খাতুন
পরবর্তী নিবন্ধসিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে গোয়েন্দা পুলিশ