পররাষ্ট্র সচিব জসীমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শুক্রবার থেকেই এ আদেশ কার্যকর হবে। খবর বিডিনিউজের।

আদেশে বলা হয়, মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন। আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি এবং করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই বসতঘরে ডাকাতি, দুই সহোদর আহত
পরবর্তী নিবন্ধচবির ফরহাদ হল গেটে তালা দিয়ে আসন স্থগিতদের ফের অবস্থান