পরমাত্মীয় সকলের প্রিয়

মাহবুবা ছন্দা | শুক্রবার , ৭ মার্চ, ২০২৫ at ১০:১৭ পূর্বাহ্ণ

সকলের সঙ্গে বন্ধুত্ব, আত্মীয়ের সম্পর্ক, কারো সঙ্গেই বৈরিতা নয়। তাঁর সঙ্গে অল্প সময় আলাপচারিতায় সেটাই বুঝতে পারলাম। তাঁকে নিয়ে লিখতে পারাটা যেমন সৌভাগ্যের তেমনি অল্প কথায় বা ছোট করে বলাটা ও বেশ কষ্টসাধ্য। তিনি দৈনিক আজাদীর মাননীয় সম্পাদক আবদুল মালেক স্যার। রবীন্দ্রনাথ বলেছিলেন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। একের সঙ্গে অন্যের দেওয়া নেওয়াই আমাদের সমৃদ্ধ করে। হাজারো স্রোতধারা মিলে একটি সমুদ্র তৈরি হয়। তেমনি আজকের দিনে ঘরের জানালা খুলে আপন গন্ডি থেকে বেরিয়ে সবার স্রোতের সঙ্গে নিজেকে মিলালেই বিশ্বমানব হওয়া সম্ভব। বিশ্বমানব ও বিশাল হৃদয়ের তিনি। কোটিতে গুটি হয়তো এমন মানুষ জন্মেন। জীবনের দেবতা আপনি এগিয়ে এসে তাঁর প্রাণের দেহলীতে সে আশ্চর্য পিদিম জ্বালিয়ে দিয়েছেন। আমার খুব সৌভাগ্য আজ তাঁকে খুব কাছ থেকে দেখা পেলাম, কথা বলার সুযোগ হলো। তাঁর লেখা বই উপহার দিলেন। রোজার দিন বলে কিছু খাওয়াতে পারলেন না বলে দুঃখ প্রকাশ করলেন। আবার যেনো তাঁর বাড়িতে যাই। ধ্যানের দীপ্তি, মননের উৎকর্ষ তাঁর অন্তরভরা। সেই জন্যই ইতিহাস তাঁকে মনোনীত ও যোগ্য করে তুলেছে। সৃষ্টিকর্তা মানুষের জন্য আপনাকে শতায়ু করুন। শতায়ু ঋদ্ধ করুক আপনার কর্মকেও।

পূর্ববর্তী নিবন্ধমায়ের সঙ্গে কারো তুলনা হয় না
পরবর্তী নিবন্ধযাকাত: ইসলামের পাঁচ খুঁটির অন্যতম