পাকিস্তান বলেছে, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির (টিপিএনডব্লিউ) কোনো বিধিনিষেধ মানতে বাধ্যবাধকতা নেই দেশটির। সংবাদমাধ্যম ডন জানায়, গত ২২ জানুয়ারি পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিটি কার্যকর হয়। তবে, প্রধান পরমাণু শক্তিধর দেশগুলো এ চুক্তিতে সই করেনি। জাতিসংঘের বক্তব্য অনুযায়ী, পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণে আইনি বাধা তৈরি করতে এ চুক্তি কার্যকর করা হয়েছে। এর উদ্দেশ্য পরমাণু অস্ত্র সংক্রান্ত যে কোনো কার্যক্রমে অংশগ্রহণে কিছু নিষেধাজ্ঞা প্রয়োগ করা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেন, এ চুক্তি আন্তর্জাতিক আইনের উন্নয়নে কোনোভাবে অবদান রাখে না। খবর বাংলানিউজের।
নয়টি দেশ পরমাণু শক্তিধর- রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, চীন, ফ্রান্স, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এর মধ্যে অন্যতম শক্তিধর রাশিয়া ও যুক্তরাষ্ট্র। তিনি মন্তব্য করেন, ‘চুক্তিটি সইয়ের আগে যে আলোচনা হয়েছে, তাতে পরমাণু শক্তিধর কোনো দেশ অংশ না নেওয়ায়, চুক্তিটি কার্যত ব্যর্থ।’ জাহিদ চৌধুরী দাবি বলেন, পরমাণু শক্তিধর নয়, এমন অনেক দেশও এ চুক্তিতে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে। পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার কার্যক্রম গ্রহণ করতে প্রতিটি দেশের নিরাপত্তা বিবেচনা করা অপরিহার্য।












