আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী তিন দিনে উত্তর বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
গতকাল সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। খবর বাসসের।
মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও সন্দ্বীপে ৭৯, যশোরে ৬৪, তাড়াশে ৫৬, চুয়াডাঙ্গায় ৪৯, ইশ্বরদীতে ৪৭, কক্সবাজারে ৪০, নিকলিতে ৩৮ ও শ্রীমঙ্গলে ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয় বলে আবহাওয়া অফিস জানায়। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং নিকলিতে সর্বনিম্ন ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।