পরপর ৩ সভায় উপস্থিত না হলে বাতিল হবে পদ : কাঞ্চন

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় কেউ অনিয়মিত থাকলে তার পদ বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের চলমান দ্বন্দ্বের মধ্যে নির্বাচনে জয় পাওয়া জায়েদপন্থি অনেকে শপথ নেননি। তবে এরমধ্যে অঞ্জনা গত বুধবার শপথ নিয়েছেন। তখন ইলিয়াস কাঞ্চন জানান, আমরা এখনো কার্যনির্বাহী পরিষদের কোনো সভা করিনি, আশা করছি, সাত দিনের মধ্যে সেটা অনুষ্ঠিত হবে। কেউ যদি সমিতিকে না জানিয়ে পরপর তিনটি সভায় উপস্থিত না থাকেন তাহলে আপনা-আপনি তার কার্যকরী পরিষদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। খবর বাংলানিউজের।
এর আগে, গত ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটিতে থাকা ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যরা শপথ নিয়েছেন। কিন্তু ২৮ জানুয়ারি নির্বাচনের মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের নির্বাচিত কেউ-ই সেদিন শপথ গ্রহণ করেননি।
সাধারণ সম্পাদক পদ নিয়ে সুরাহা না হওয়া এবং জায়েদ খান তার চেয়ার ফিরে না পাওয়ায় কেউ-ই আপাতত শপথ নিতে চান না বলে তখন অনেকে জানান। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ করেন চিত্রনায়িকা রোজিনা। একইসঙ্গে সহ-সভাপতি পদে নির্বাচিত চিত্রনায়ক রুবলেও পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধনাচ অথবা নৈরাজ্য সোলো আসছেন ঢাকার মঞ্চে
পরবর্তী নিবন্ধহানিমুনে ফুরফুরে মেজাজে মিম