পরপর দুই রাত নমুনা ডিম ছেড়েছে মা মাছ

পরবর্তী জো’র অপেক্ষা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ মে, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে মা মাছ গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা সাড়ে ১২টার দিকে ফের নমুনা ডিম ছেড়েছে। আনুমানিক এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত এই নমুনা ডিম ছেড়েছে বলে জানিয়েছেন ডিম আহরণকারীরা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত হালকা ও মাঝারি বৃষ্টি হয়। সাথে ছিল বজ্রপাতও। বুধবার রাতে মা মাছ নদীর কোনো কোনো অংশে নমুনা ডিম ছাড়ে। ডিম আহরণকারীরা ধারণা করেছিল বৃষ্টিপাত অব্যাহত থাকতে এই অমাবশ্যা তিথি/জোতে মা মাছ ডিম ছাড়বে।

পরপর দুই রাতে নমুনা ডিম ছাড়লেও বৃষ্টিপাত বন্ধ থাকায় এবং নদীতে পাহাড়ি ঢলের প্রকোপ না থাকায় মা মাছ ডিম ছাড়েনি। পাশাপাশি নদীতে লবণাক্ত পানি ঢুকে পড়ে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ না থাকাকেও দায়ী করেন অনেকে। নমুনা ডিম ছাড়ার পর মা মাছ ডিম না ছাড়ায় ডিম আহরণকারীদের মধ্যে এক প্রকার হতাশা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার আমাবস্যার তিথি/জো প্রায় শেষ। নমুনা ডিম দেওয়ার পর গতকাল দুইটি জোয়ার ভাটা চলে গেলেও বৃষ্টির অভাবে ডিম ছাড়েনি মা মাছ।

হালদা গবেষক ড. শফিকুল ইসলাম গত বুধবার দিবাগত রাত ১২টা সাড়ে ১২টার দিকে নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পরপর দুই রাতে নমুনা ডিম ছাড়লেও বজ্রসহ পর্যাপ্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল না থাকায় নদীতে লবণাক্ত পানি ঢুকে পড়েছে। ফলে মাছের ডিম ছাড়ার পরিবেশ নষ্ট হয়ে গেছে। লবণাক্ত পানিতে মাছ ডিম ছাড়ে না। এই আমাবস্যা তিথিতে নদীতে মাছ ডিম ছাড়বে এই আশা নিয়ে ডিম আহরণকারী নৌকা ও ডিম সংগ্রহের সরঞ্জাম নিয়ে নদীতে তৈরি ছিল। কিন্তু অনুকূল পরিবেশ না পেয়ে ডিম ছাড়েনি। শুক্রবার তিথি প্রায় শেষ পর্যায়ে ছিল বলে তিনি উল্লেখ করে বলেন, যদি এবার ডিম না ছাড়ে আগামী পূর্ণিমার তিথির জন্য অপেক্ষায় থাকতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচবির ‘বি’ ইউনিটের পরীক্ষা শেষ, উপস্থিতি ৮০%
পরবর্তী নিবন্ধব্র্যাকিথেরাপি মেশিন কবে সচল হবে জানে না কেউ