পরকীয়ার বলি ছয় মাসের শিশু, প্রেমিকসহ গ্রেপ্তার মা

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

ঢাকার দিয়াবাড়ি থেকে ছয় মাসের এক শিশুর লাশ উদ্ধারের প্রায় এক মাস পর পুলিশ বলছে, মায়ের পরকীয়া প্রেমের বলি হয়েছে সে। হত্যাকাণ্ডের তদন্তে নেমে শুক্রবার রাতে ঢাকার পল্লবী থেকে শিশুটির মা মোসাম্মৎ ফাতেমা বেগম ও তার প্রেমিক মো. জাফরকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিডিনিউজের।

ফাতেমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর কবির বলেন, একই পোশাক কারখানায় কাজ করতে গিয়ে তার সঙ্গে জাফরের সম্পর্ক গড়ে উঠে। ফাতেমার স্বামী গ্রিলের মেকানিক। কাজের কারণে তিনি বাসার বাইরে থাকতেন। সেই সুযোগে বাসায় আসাযাওয়া করতেন জাফর।

ঘটনার বর্ণনায় এ পুলিশ কর্মকর্তা বলেন, গত ৫ ডিসেম্বর রাত ৮টার দিকে জাফর ফাতেমার বাসায় যান। শিশুটি কান্নাকাটি করলে প্রথমে স্যুপের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়। পরে বালিশ চাপা দেওয়ার পাশাপাশি গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর বিছানার চাদর দিয়ে মরদেহ মুড়িয়ে শপিং ব্যাগে করে মেট্রোরেলের একটি পিলারের কাছে ফেলে আসে জাফর, যোগ করেন তিনি। মেট্রোরেলের ১২৪ নম্বর পিলার সংলগ্ন লেকপাড় থেকে ঘটনার পরদিন ৬ ডিসেম্বর বিকালে লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতদের আসামি করে মামলা হয় পল্লবী থানায়। সহকারী কমিশনার জাহাঙ্গীর বলেন, গ্রেপ্তার ফাতেমা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের হেফাজতে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভ্যাট বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না : এনবিআর
পরবর্তী নিবন্ধচেঙ্গীতে জেগে ওঠা চরে ফসলের স্বপ্ন