চান্দগাঁও টেকবাজার এলাকাবাসী ও গাউছিয়া কমিটি বাংলাদেশ টেকবাজার ইউনিট শাখার উদ্যোগে ওরশে গাউছুল আজম দস্তগীরের (রহঃ) মাহফিলে উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ বলেছেন, পরকালে শান্তি নিশ্চিত করতে আল্লাহ ও তাঁর রাসুলের (দঃ) নির্দেশিত পথে চলতে হবে। হক হালাল উপায়ে জীবন ধারণ করতে হবে।
গত ১৭ অক্টোবর চান্দগাঁও টেকবাজার এলাকাবাসী ও গাউছিয়া কমিটি বাংলাদেশ টেকবাজার ইউনিট শাখার উদ্যোগে পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (সা🙂 মিলাদ মাহফিল ও ফাতেহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে মাওলানা নুরুন নবী আল কাদেরীর সভাপতিত্বে ও মাওলানা জামাল উদ্দিন আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মাঈন উদ্দিন আশরাফী। বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা রিদোয়ানুল হক কাদেরী, মাওলানা হাফেজ মোঃ হাসান, চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল কবীর রানা, মোহরা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, হাজী সেলিম জাবেদ, বিএনপির নেতা মঞ্জুর আলম কোম্পানি, চান্দগাঁও থানা বিএনপি নেতা নুর হোসেন, খোরশেদ আলম, হাজী নিজাম উদ্দিন, মুহাম্মদ ইয়াকুব আলী, নুরুল আজিম, মোজাম্মেল হক রুবেল প্রমুখ। বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা🙂 কে আল্লাহ কুল কায়েনাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেন। আসুন আমরা প্রতিজ্ঞা করি গাউছুল আজম দস্তগীরের নামে প্রতিষ্ঠিত গাউছিয়া কমিটির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন, মাযহার ও মিল্লাতের খেদমতে নেমে পড়ি। পরিশেষে মিলাদ কিয়াম মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণের জন্য দোয়া করেন শাইখুল হাদীস আল্লামা কাযী মাঈন উদ্দিন আশরাফী (মা.জি.আ.)। প্রেস বিজ্ঞপ্তি।