উইমেন’স চ্যাম্পিয়নশিপের সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ জিতে এরই মধ্যে ৪ পয়েন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয়টিতেও তারা পেয়েছে অনায়াস জয়। দুই ম্যাচেই গড়েছে রেকর্ড। মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ ২৫২ রান করে স্বাগতিকরা পায় রেকর্ড ১৫৪ রানের জয়। দুই দিন পর মিরপুরেই দেশের মাটিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে তারা; সহজেই টপকে গেছে ১৯৪ রানের লক্ষ্য। দারুণ অধিনায়কত্বের পাশাপাশি ৩৯ বলে ৪০ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতেন নিগার। এই জয়ে সিরিজের ট্রফি জয়ও নিশ্চিত করেছে নিগারের দল। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিরিজ জয়ের চেয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পাওয়াকেই অধিক গুরুত্বপূর্ণ বললেন বাংলাদেশ অধিনায়ক। ‘২ পয়েন্ট পাওয়া বেশি আনন্দের। সিরিজ জয় অবশ্যই দলের জন্য অনেক ভালো। একটা মোমেন্টাম তৈরি করা। পয়েন্টটাই আমাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ। আরও ২টা পয়েন্ট পেলাম। এজন্য আরও বেশি খুশি।’ চলতি সিরিজের আগে টানা পাঁচ ওয়ানডে হেরেছে বাংলাদেশ। সবশেষ পাঁচ টি–টোয়েন্টিতে তাদের জয় মোটে একটি। টানা পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে পরপর দুই ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ড্রেসিং রুমের পরিবেশও এখন আগের চেয়ে ভালো বললেন নিগার। ‘আমরা যা–ই করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। হয়তো আগে করতে পারিনি, তাই এখন যা করছি, রেকর্ড হচ্ছে। ভালো লাগে। অনেক দিন ধরে এই ক্রিকেটাররা অনেক কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতোই চেষ্টা করেন না কেন, নেতিবাচকতা থাকে। দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’
শেষ ম্যাচ প্রসঙ্গে বলেন,‘আমাদের মাথায় আপাতত ২ পয়েন্ট। এর সঙ্গে হচ্ছে, আমরা যেন তাদের হোয়াইটওয়াশ করতে পারি। কখনও কোনো দলকে করতে পারিনি। এটা আমাদের দলের জন্য একটা মাইলফলক হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হবে, দল হিসেবে খেলা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলা এবং যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা যদি করতে পারে, তাহলে দিনটা আমাদের হবে।’ অবশ্য আগেও তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ২০২১ সালের জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছিলেন নিগার, ফারজানারা। তবে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করার হাতছানি এবারই প্রথম। একই মাঠে আগামী সোমবার সেই অভিযানে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। ‘আজকে (শনিবার) সকালে আমি ক্রিকেটারদের যে বার্তাটা দিয়েছি, ধারাবাহিক হতে পারাই মূল। প্রথম ম্যাচে আমরা যে রানটা করেছি, সেটা যদি করতে পারি। অথবা যারা রান করেছি, তারা যদি আজকে না করতে পারি, তাহলে কিন্তু আসলে ওইভাবে মূল্যায়ন করা যায় না। তাই ধারাবাহিকতা যেন বজায় থাকে, সেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। দৃশ্যমান যে সমস্যাটা ছিল, শুধু ব্যাটিংয়ের কারণে অনেক ম্যাচ হেরে যাচ্ছিলাম। সে জায়গা থেকে ব্যাটারদের রান করতে পারা দলের জন্য স্বস্তির। তবে আবারও একটা প্রশ্ন, এটা আমরা পরের ম্যাচে করতে পারব কিনা। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, যেন পরের ম্যাচেও এরকম ব্যাটিং করতে পারি।’












