পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ খেলার পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বেশ ভাল অবস্থানে গিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু পরের সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। পাকিস্তানকে ২–০ ব্যবধানে ধবলধোলাই করে টেবিলের চতুর্থ স্থানে উঠেছিল টাইগাররা। কিন্তু চেন্নাই টেস্টে ভারতের কাছে হারের পর আইসিসির হালনাগাদ করা টেবিলে বাংলাদেশকে পাওয়া গেছে ষষ্ঠ স্থানে। অন্যদিকে চেন্নাই টেস্টের আগে থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ছিল গত দুই আসরে ফাইনালে খেলা ভারত। বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ম্যান ইন ব্লুরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩–২০২৫ চক্রের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৭১.৬৭। আর ৬২.৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।
এদিকে গতকাল সোমবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। আর এই জয়ের ফলে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে লঙ্কানরা। তাদের পয়েন্ট এখন ৫০। টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। যেখানে নিউজিল্যান্ডের পয়েন্ট ৪২.৮৬ পয়েন্ট। আর ইংল্যান্ডের পয়েন্ট ৪২.১৯। পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশের পয়েন্ট ৩৯.২৯। সপ্তম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩৮.৮৯। এই তালিকার অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পয়েন্ট ১৯.০৫। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১৮.৫২। এই তালিকায় হয়তো আরো পরিবর্তন আসবে। তবে শীর্ষ তালিকায় খুব একটা পরিবর্তন আসবে বলে মনে করছেননা ক্রিকেট সংশ্লিষ্টরা। কারণ প্রথম দুটি স্থানের পর নিচে যারা রয়েছে তাদের ব্যবধান অনেক। তাছাড়া এই সিরিজের দ্বিতীয় টেস্ট জিততে পারলে ভারত আরো অনেকদূর এগিয়ে যাবে। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে হারা বাংলাদেশ দল কানপুর টেস্টে ভারকে হারাতে পারে কিনা সেটাও অবশ্য একটা দেখার বিষয়। ভারত যে শুধু পয়েন্ট তালিকার এক নাম্বার দল তা কিন্তু না। তারা দুর্দান্ত ফর্মেও রয়েছে। তাই ভারতের জায়গাটা দখল করা বেশ কঠিন হবে যেকোন দলের জন্য। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে থাকলেও পরের দলের সাথে তাদের ব্যবধানটাও বেশ বড়। তাই অস্ট্রেলিয়া টপকানোটা বেশ কঠিনই হবে পরের স্থানে থাকা শ্রীলংকার জন্য। তবে নিউজিল্যান্ড এগিয়ে যেতে পারে কিনা সেটা অবশ্য দেখার বিষয়। আবার পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের সিরিজ রয়েছে। সে সিরিজ জিততে পারলে ইংলিশরাও চলে যেতে পারে উপরের দিকে। তবে এখনো অবশ্য বেশ হিসেব নিকেশ বাকি। তাই অপেক্ষায় থাকতে হবে চ্যাম্পিয়নশিপের সবকটি চক্র শেষ হওয়া পর্যন্ত।