পবিত্র সফর মাসের চাঁদ দেখা কমিটির সভা আজ

| শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

পবিত্র সফর মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে যদি কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা দ্রুত নিকটস্থ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার অথবা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে অটো রিক্সাচালকের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট বদরুল হক খানের ৫৬ তম মৃত্যুবার্ষিকী কাল