পবিত্র শবে বরাত আজ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানান। এ উপলক্ষে আগামীকাল শনিবার সরকারি ছুুটি থাকবে।

এই রাতটিকে মুসলমানরা মহিমান্বিত রজনী হিসেবে পালন করে থাকেন। পবিত্র শবে বরাত মাহে রমজানেরও আগমনী বার্তা দেয়। গুনাহ থেকে ক্ষমা প্রাপ্তির মহিমান্বিত এক রজনী পবিত্র শবে বরাত। এই রাতকে ভাগ্য নির্ধারণের রাতও বলা হয়। তদ্রুপ মুক্তির রজনী নামেও পরিচিত এই রাত। এই রাতে স্বয়ং আল্লাহতায়ালা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দিয়ে ডাকতে থাকেন। রিযিক বৃদ্ধির জন্য আহ্বান করেন। অসুস্থদের সুস্থতার সুসংবাদ দান করেন মহান সুবহানাহু ওয়া তায়ালা। ফজর উদিত হওয়া পর্যন্ত এভাবেই বান্দাকে ডাকতে থাকেন তিনি। এসব কারণে এ রাতের গুরুত্ব তাৎপর্য ও ফজিলত অন্যান্য সাধারণ রাতের তুলনায় অনেক বেশি।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ উপলক্ষে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সমপ্রচার করবে। এ রাতে বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদতবন্দেগির মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন।

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট : পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে যথাযোগ্য মর্যাদায় বা’দ নামাজে এশা জামাতসহকারে নফল নামাজ আদায়, তাক্বরীর, মিলাদমাহফিল, সালাতসালাম শেষে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও, মসজিদের পাশাপাশি আলমগীর খানকাহ্‌কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়াও সারারাত মুসল্লিগণের ইবাদত বন্দেগী করার জন্য খোলা রাখা হবে।

খানকায়ে কাদেরীয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া :

বলুয়ার দীঘির পাড়স্থ খানকায়ে কাদেরীয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আজ নানা কর্মসূচি পালিত হবে। এতে পীর ভাইবোনভক্তঅনুরক্তদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কাগতিয়া দরবার শরীফ : মুনিরীয়া যুব তবলীগ কমিটির ব্যবস্থাপনায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আজ দিনরাতব্যাপী ৭২ তম পবিত্র শবে বরাত মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে গৃহীত কুরআনসুন্নাহভিত্তিক কর্মসূচির মধ্যে রয়েছেবাদে জুমা খতমে কোরআন শরীফ ও খতমে তাহলিল শরীফ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। পবিত্র শবে বরাত শীর্ষক আলোচনা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর জীবনী শীর্ষক আলোচনা। বাদে নামাজে আসর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়জে কোরআন প্রদানের মাধ্যমে নূরে কোরআন বিতরণ, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব, মোরাকাবা। সিনাসিনা তাওয়াজ্জুহ্‌র মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাতেনী নূর মোবারক বিতরণ। রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত। নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী।

বাদে নামাজে এশা মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর নূরানি তাক্বরির মোবারক, মিলাদ শরীফ, কিয়াম ও আখেরি মোনাজাত। তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরূদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদায়, রওজা পাক জিয়ারত, মিলাদ শরীফ, কিয়াম ও মোনাজাত।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে জেলারকে আড়াই ঘণ্টা অবরুদ্ধ রাখে কারারক্ষীরা
পরবর্তী নিবন্ধবিপিসির তেল পরিবহনে বিরাট সিন্ডিকেট