ধর্মীয় গাম্ভীর্যের সঙ্গে আজ শুক্রবার রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। অনেকে এ রাত ইবাদত বন্দেগীতে কাটান। এদিন রাতে চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি–পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বেচাকেনা, বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটির সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানায় সিএমপি।
সিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার দিবাগত রাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নির্বিঘ্নে পবিত্র শবে বরাত উদযাপনের লক্ষ্যে পটকা, আতশবাজি, চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুটিয়ে আতংক সৃষ্টি করা এবং অনুরুপ দ্রব্যাদি বিক্রয়, মজুদ ও বহন দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, শবে বরাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নগরে আতশবাজি, পটকা ফাটানো ও চকলেট বোমা নিষিদ্ধ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় শান্তি–শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।