যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসা–বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।
আনজুমান ট্রাস্ট : পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে যথাযোগ্য মর্যাদাসহকারে নামাজে এশা, সালাতুল তারাবিহ্ ও বিশেষ নফল নামাজ জামাত সহকারে আদায়, তাক্বরীর, মিলাদ–মাহফিল, সালাত–সালাম শেষে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও, মসজিদের পাশাপাশি আলমগীর খানকাহ্–এ–কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়াও সারারাত মুসল্লিগণের ইবাদত বন্দেগী করার জন্য খোলা রাখা হবে।