পবিত্র লাইলাতুল কদর কাল

আজাদী ডেস্ক | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিনের নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র লাইলাতুল কদরের রজনী পালন করবেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এ রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন।

আনজুমান ট্রাস্ট : পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর পশ্চিম ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে যথাযোগ্য মর্যাদাসহকারে নামাজে এশা, সালাতুল তারাবিহ্‌ ও বিশেষ নফল নামাজ জামাত সহকারে আদায়, তাক্বরীর, মিলাদমাহফিল, সালাতসালাম শেষে আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়াও, মসজিদের পাশাপাশি আলমগীর খানকাহ্‌কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়াও সারারাত মুসল্লিগণের ইবাদত বন্দেগী করার জন্য খোলা রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাছান, নওফেল ও নাছিরকে গ্রেপ্তারে পরোয়ানা
পরবর্তী নিবন্ধডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন