পবিত্র লাইলাতুল কদর আজ

আজাদী ডেস্ক | রবিবার , ৯ মে, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

আজ দিনগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। এ রাতে পবিত্র আল কুরআন নাজিল হয়েছিল। মহান আল্লাহর প্রতি এর শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগি করেন। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র শবে কদর মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। তাই পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহ’র নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত করবেন। হাজার রাতের চেয়ে পুণ্যময় এ রাতে মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কুরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন। পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এ রাতে মসজিদে মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। করোনাকালীন এ সময়ে ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ইবাদত-বন্দেগি করতে নির্দেশনা জারি করেছে। পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ সকল গণমাধ্যম বিশেষ অনুষ্ঠানমালা সমপ্রচার করবে। এছাড়া সংবাদপত্রগুলোতেও বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে। পবিত্র শবে কদর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁদের বাণীতে মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। সেই সাথে মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করেছেন। এ উপলক্ষে চট্টগ্রামে ধর্মীয় সংগঠনগুলো পৃথক কর্মসূচিও পালন করবে।

পূর্ববর্তী নিবন্ধ৪৫ মাসেও শুরু হয়নি ভূমি অধিগ্রহণ
পরবর্তী নিবন্ধমাহে রমজানের সওগাত