পবিত্র রমজান ও আমাদের করণীয়

তাওহীদুল ইসলাম নূরী | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

দেখতে দেখতে এগারটি মাস আমাদের জীবন চক্র থেকে চলে যাওয়ার পর আবার এসে দাঁড়াল পবিত্র রমজান মাস। ‘স্বাগতম মাহে রমজান’। বেশ কয়েকটি দিক বিবেচনা করলে এ মাসের গুরুত্ব অনুধাবন করা যায়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নাযিলের মাস এটি। স্বয়ং আল কোরআন দিয়েই সত্যতা যাচাই করা যাক, এরশাদ হচ্ছে ‘নিশ্চয় আমি এ কোরআন নাযিল করেছি কদরের রাতে’। ইতিহাস পর্যালোচনা করলে তাই দেখা যায়। পূর্ববর্তী সকল নবী ও তাদের অনুসারীদের উপর রমজানের বিধান ছিল। আবার আয়াতের শেষের অংশের বাস্তবতা তো আমরা লক্ষ করেই থাকি।

রাসুল (.) বলেছেন বান্দা যাতে মুত্তাকী হয়ে সকল প্রকার অন্যায় ও অশ্লীল কাজ থেকে আল্লাহর গোলামী করতে পারে সেজন্য আল্লাহর তরফ থেকে রমজানে তিনটি কাজ করা হয় : ১। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ২। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ৩। রমজানের শুরুতেই গোনাহের শক্তি সামর্থ্য হ্রাস করতে শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। এ মাসে যে কয়টি আমাদের বেশি বেশি করা উচিত : ১। বেশি বেশি এস্তেগফার করা, ২। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, ৩। জান্নাত প্রার্থনা করা, ৪। কালিমায়ে তৈয়বা বেশি বেশি পাঠ করা, ৫। কোরআন শিখা, কোরআন পড়া ও কোরআন বুঝা , ৬। শেষ রাতে উঠে তাহাজ্জুদের অভ্যাস করা, ৭। উঠতে, বসতে যিকিরের অভ্যাস করা, ৮। রমজানের শেষ ১০ দিন ইতিকাফের চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে সমস্থ অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রেখে রমজানকে কাজে লাগিয়ে তার বান্দেগীর মাধ্যমে দুনিয়া ও আখিরাত উপযোগী একজন মানুষ হিসেবে কবুল করুন।

পূর্ববর্তী নিবন্ধরমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই
পরবর্তী নিবন্ধমাহে রমজানের খুশবু