চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম গতকাল শুক্রবার জুমার নামাজের পর এইচএম ভবন অডিটরিয়ামে সমাজের অসচ্ছল মুসলিম মহিলাদের নিয়ে ‘পবিত্র রমজানের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেন।
এতে প্রায় ৫০০ মুসলিম নারী অংশগ্রহণ করেন। হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ মুহাম্মদ ইউনুছ রজভী এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে এম. মনজুর আলম বলেন, পবিত্র ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে। নারী– মা, কারো স্ত্রী, কারো সন্তান। নারীরা পবিত্র রমজানে রোজা রেখে নামাজ আদায় করে সংসারের যাবতীয় কর্মকাণ্ড করে এবং সন্তানদের লালন–পালন করে। পবিত্র রমজানে কঠিন এই কর্মকাণ্ড করেও নারীরা মানুষের ক্ষুধার কষ্ট অনুধাবন করার সুযোগ পায়। পবিত্র রমজান মানুষের মধ্যে বিভেদ দূর করে। আল্লাহতায়ালা রমজান মাসকে তিন ভাগে ভাগ করেছেন। রহমত, বরকত ও নাজাতের ব্যবস্থা পবিত্র রমজান মাসে রাখা হয়েছে। তিনি সকল অসচ্ছল নারীকে রোজা পালন করার মাধ্যমে আল্লাহর নেয়ামত অর্জন করার আহ্বান জানান। এ সময় হোছনে আরা মনজুর ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সাইফুল আলম, ছৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর, বাদশা আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ছৈয়দ ইউনুছ রজভী। প্রেস বিজ্ঞপ্তি।