রহমত–মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানুল মোবারককে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে গতকাল এক বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গতকাল বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গিয়ে র্যালি শেষ হয়।
হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশের জাতীয় পতাকা ও সাদা চাঁদ আর চার তারকা শোভিত ত্রিকোণাকার গাঢ় সবুজ পতাকা, রং–বে রঙের ফ্যাস্টুন, মাহে রমজানের স্বাগত ও পবিত্রতা রক্ষার আহ্বান সূচক শ্লোগানে মুখরিত করে তোলে পুরো নগরী। র্যালিকে কেন্দ্র করে গতকাল বিকেল ৩টা থেকে গাউসিয়া কমিটি মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সর্বস্তরের মুসলমান জমিয়তুল ফালাহ মসজিদ চত্ত্বরে এসে জমায়েত হয়।
গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ্ব তছকির আহমদের সভাপতিত্বে র্যালিপূর্ব এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের অর্গানাইজিং সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ মাহবুবুল আলম। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক বাচ্চু, আনজুমান ট্রাস্ট কেবিনেট মেম্বার আলহাজ্ব লোকমান হাকিম মুহাম্মদ ইব্রাহীম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া গর্ভনিং বডির চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব আবুল মহসিন মুহাম্মদ ইহিইয়া খান, গাউসিয়া কমিটির সিনিয়র ভাইস–চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আনোয়ারুল হক, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাহবুব এলাহী সিকদার, অর্থ সম্পাদক আলহাজ্ব কমরুদ্দিন সবুর।
গাউসিয়া কমিটির চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে আলহাজ্ব মুহাম্মদ সেকান্দর মিয়া, আলহাজ্ব আবুল বশর, ছাবের আহমদ, মুহাম্মদ আকতার হোসেন, আলহাজ্ব ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদা, মকবুল আহমদ খাঁন, মাওলানা মোহাম্মদ ইলিয়াস আল–কাদেরী, মোহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মুহাম্মদ শামসুল আলম সওদাগর, মুহাম্মদ জাহেদ হোসেন, মুহাম্মদ জানে আলম জানু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম কোম্পানি, মাওলানা ইমরান হাসান কাদেরী, নুর মুহাম্মদ, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন মানিক, খন্দকার এরশাদুল আলম হীরা প্রমুখ বক্তব্য রাখেন।